জীবনের পরিমাপ
-সরদার আরিফ উদ্দিন


জীবনের ও দৈর্ঘ্য, প্রস্থ  এবং উচ্চতা থাকে
কোনটা বেশী  জরুরী,  প্রশ্ন  করি  নিজেকে
দৈর্ঘ্য, প্রস্থ  নাকি উচ্চতা?
ঊচ্চতা ছোট হলে দৈর্ঘ্যর প্রয়োজন নাই;
দৈর্ঘ্য ছোট হলে প্রস্থের দেখা না পাই;
প্রস্থ বেশী হলে, দৈর্ঘ্য একটু বেশীই চাই।


দুটোই ছোট হলে, খুব দুঃখ পাই;
উচ্চতা ছাড়া দৈর্ঘ্যের অস্তিত্ব নাই;
প্রস্থ এবং উচ্চতা বড় হলে,
দৈর্ঘ্য কেন এত ছোট প্রশ্ন করি তাই ।
দ্বিধায় থাকি, মাঝে মাঝেই নিজেকে হারাই।


অক্টোবর ০৫, ২০১৭