তোকে অনেকদিন বলেছি
‘কেমন আছি’, জিজ্ঞেস করবি না
শুধু শধুই নুতন ভাবনায় ফেলবি না
‘ভাল আছি’, মিথ্যে বলতে পারবো না
‘ভাল নেই’, বলে নুতন প্রশ্নের সম্মুখীন হতে পারবো না
খুব ভাল হয়,কিছু জিজ্ঞেসই করিস না


প্রতিদিন এই একটি প্রশ্নকেই
আমার খুব ভয়
এখানে সেখানে অফিসে, চায়ের আড্ডায়
কোথাও নিস্তার নেই
অথচ আমার কাছে কোন উত্তর নেই
ভাল থাকার রূপরেখা জানা নেই


ভাল কিংবা মন্দ এর অস্তিত্ব
আছে কি না, তাও জানা নেই
নাকি ইউটোপিয়া ধারনায় আবদ্ধ আমি আমরা
মাঝে মাঝে মনে হয়
অভিনয়ে ব্যস্ত সবাই তোমরা
আমি কেবল ভাবনায় আক্রান্ত এক দর্শক আনমড়া


চুরি করে, ধর্ষণ করে, হত্যা করে
লুটপাট করে, ল্যাং মেরে, মিথ্যে বলে
জোচ্চুরি করে, বাটপারি করে
কেউ কেউ ভাল থাকে
আবার সততার বড়াই নিয়ে, গোবেচারা জীবন নিয়ে
কেউ কেউ থাকে ভাল থাকার অভিনয়ে


কেউ-ই খারাপ থাকে না
সবাই ভাল থাকে
ভাল থাকার অভিনয় করে
ভাল থাকার তকমা লাগিয়ে
মন্দকে এড়িয়ে চলে
জীবনমৃত চিতায় জ্বলে
আর কোন পথ থাকে না এক জীবনে


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ১০,২০১৯