সময়ের শিক্ষা
দাউ দাউ করে ভেতরে জ্বলে
পেছনে ফেরানো যায় না
সামনে এগুনোর সুযোগ থেকে না


সবকিছুই বিমূর্ত
ভাবনার আবহে গড়ে উঠে ভাস্কর্য
প্রান ছাড়া শুধুই অবয়ব
আমাদের সি্মেন্টিক রাখবে কতক্ষন


চেস্টাতো থাকবে অবিরত
ভাস্কর্য নির্মাণে এত শ্রম
এত সময়ের অপচয়
অথচ প্রানহীন, অথচ শুণ্য প্রাপ্তি


নিশ্চিত প্রাণগুলো ধূলোয় গড়ায়
ছুয়েও দেখি না
প্রাণশক্তিতে ভরপুর
জীবনের দাম দিতে সেও জানে, আমরা সভ্যরা জানি না


কোথায় মুক্তি জানা নেই
মুক্তির নিশানা
মুক্তির ঠিকানা
বিধিই জানি না,অথচ মুক্তির জন্য চিরন্তন ছুটে চলা......


মিরপুর, ঢাকা
নভেম্বর ২৯, ২০২০