প্রিয় দেবী
২৫ বছরে, আমি পঁচিশ বার ব্যর্থ হয়েছি
প্রতিবারই তুমি সঙ্গী থেকেছো;
আমি জানি, মুখ লুকিয়ে কেঁদেছো
আমাকে দোষ  না দিয়ে, অদৃষ্টকে দুষেছো
এত ব্যর্থতার পরও আমাকেই আপন করেছ ।


প্রিয় দেবী
পঁচিশ বছরে
পঁচিশটি জন্মবার্ষিকী, পঁচিশটি বিবাহবার্ষিকী
অর্থাভাবে, ভনিতা করে নির্দিষ্ট দিনে চমকে বলেছি, সেকি !!
আজ বিবাহ বার্ষিকী?
সব জেনেও তুমি মুচকি হেসে বলেছ, ভুলো মন, তোমার আর দোষ কি!!


প্রিয় দেবী
পঁচিশ বছরে
পঁচিশটি গোলাপও দেইনি তোমায়
কল্যান কামনায়, প্রতিদিন কপালে ফু দিয়েছ আমায়
বিরতি ছিল না, আমার মঙ্গলে তজবিহ গোনায়
রাত জেগে অপেক্ষা করেছ, আমার ফিরে আসার কামনায় ।


প্রিয় দেবী
পঁচিশ বছরে
অনেক অবহেলায় থেকেছ তুমি
সময় হারিয়ে আজ বদলে গেছি আমি
অর্থাভাব কাটিয়ে, এখন আমি অনেক নামি দামী
ক্ষমা করো আমায়, সব পুষিয়ে দেব, পরের পঁচিশ বছর যদি বেঁচে থাকি আমি।


জুলাই ২৮, ২০১৮
মিরপুর, ঢাকা