আমি যখন হারিয়ে ফেলি
সবকিছু, তখনই খোঁজ করি
খুঁজে পেতে পেতেই আবার হারিয়ে ফেলি;
পরাজিত মন
ভুলে যেতে যেতে ভালবাসতে শিখে
আবার, ভালবাসার জোয়ারে ভুলে যাই সবকিছু
এমনকি নিজেকেও।


আমার আত্মা পরিপক্ক, নৈতিকতায় শুদ্ধ
পেশাদারিত্বে অভিজ্ঞ;
কিন্তু শরীর শৌখিন থাকতে চায়
আয়েশি দিন কাটায়, জৌলুষ জীবনও চায়
কর্দমাক্ত মনে আকাশের পানে তাকায়
ফিরে আসে না, তালগোল পাকায়
দিন কাটে অপেক্ষায়, উপেক্ষায় ।


সমুদ্র সৈকতে ঘুরি
স্বপ্নের সমাপ্তিতে নিজেকে খুঁজে ফিরি;
নিকট অতীত ডুবে থাকে দূর অতীতে
দূর অতীত গভীরতা নিয়ে জেগে উঠে, ক্লেদ জমে মনে;
ধাক্কা লাগা পিলারগুলো
মনের গভীরে ভেসে থাকে
অস্থির সময়ের আনমনে
আসলেই একা, এক জীবনে ।


সেপ্টেম্বর ১৮, ২০১৮
কক্সবাজার