একটি বিশেষ দিনের
গুরুত্ব এবং মর্যাদা, পরিবর্তনের সাক্ষী;
সবার উপরে জন্মদিন, নানা আয়োজন
ভরপুর প্রিয়জন।


কালের পরিক্রমায়
জন্মদিন আসে যায়,
দিনে দিনে অবহেলা কুড়ায়
অবশেষে ফেলে আসা দিনগুলো কেবলই ভাবায়।


ছোটবেলার জন্মদিন
বাবা মায়ের দখলে থাকে;
বড়বেলার জন্মদিন, কালের গর্ভে প্রান হারায়
শুধু শুধুই, ফেসবুকে লাইক এর সংখ্যা বাড়ায় ।


প্রকৃতির কোলে ছোটবেলা কাটে
বিশেষ দিনটি খুব ধীরে আসে হেটে;
বড় বেলার কি সমস্যা, জানা যায় না বটে!
তবে কি সময়টা নষ্টদের দখলে থাকে??


মানুষের বিবর্তন হয়
অনুষ্ঠানের কেন নয়?
অনুভূতি, প্রেম, ভালবাসা......
সব কিছুই কি বিবর্তনের ফ্রেমে বন্দি রয়?


ঘটা করে আয়োজন নেই
মন খারাপেরও কোন মানে নেই;
বাস্তবতার বিরুদ্ধে লড়ে লাভ নেই
হাতে পাওয়া সুখটুকু অবহেলারও কোন মানে নেই।


আজ তোর জন্মদিন
শুভ হউক, এই দিন;
আজ এই কবিতারও জন্মদিন
তোর জন্মদিনে একটি কবিতা জন্মের বিশেষ দিন;
শুভ জন্মদিন


সেপ্টেম্বর ৩০, ২০১৮
সন্ধ্যে ৭.০০
কক্সবাজার