জনগনের বুক ফাটে
        -সরদার আরিফ উদ্দিন


আমরা সবাই আশাবাদি হতে চাই;
টক শো, মিটিং, বক্তৃতা আর কল্পনাতে;
একদিন করব জয়, কোন দিন ? থাকুক তা অজানাতে।


শিশু মৃত্যু কমে, মাতৃমৃত্যু কমে;
জনসংখ্যা বৃদ্ধি কমে, ফারটিলিটি কমে;
কিন্তু দিনের বেশীর ভাগ সময় কাটে ট্রাফিক জ্যামে।


মাথা পিছু আয় বাড়ে, জিডিপি বাড়ে;
রেমিট্যান্স বাড়ে; বাজেট বাড়ে, রপ্তানি বাড়ে;
তারপরও দিন মজুর শুন্য হাতে বাড়ি ফেরে ।


রাজনৈতিক বক্তব্য চলে, দিবস উদযাপন চলে;
বানিজ্য মেলা চলে, বই মেলা চলে; বৈশাখী মেলা চলে;
উৎসবের কমতি নেই, বসন্ত আর নুতন বছরের আগমন হলে।


জঙ্গি দমন, বিদ্যুৎ উৎপাদন, শিক্ষা বিপনন, বাজার মুক্তকরন;
সেবা খাতের বেসরকারিকরণ; দুর্নীতিবাজদের আস্ফালন;
জনগন সবই দেখে, বুঝে, বুকে ফাটে কিন্তু বলা বারণ ।
২৪.০২.২০১৭