সত্য, মিথ্যের কারাগার
শ্লীল, অশ্লীলতার কারাগার
মান, অপমানের কারাগার
পাপ, পূণ্যের কারাগার
ভালো, মন্দের কারাগার
বিশবাস, অবিশবাসের কারাগার
উন্নতি, অবনতির কারাগার
........
সবই মানুষের তৈরী
প্রকৃতির ছিল না ভাব বৈরী


এখানেই নয় শেষ....


সম্পর্কের কারাগার
অপবাদের কারাগার
অপমানের কারাগার
আনুগত্যের কারাগার
তোষামোদের কারাগার
বিভ্রান্তির কারাগার....


মানুষ বাচে কি করে!!!


মানুষের তৈরী কারাগারে
মানুষই বন্দী
প্রকৃতির ছিল না কোন ফন্দি


কষ্টের কারাগার
দহনের কারাগার
একাকীত্তের কারাগার
বিচ্ছিন্নতাবোধের কারাগার
ডিপ্রেসনের কারাগার
সম্পর্কহীনতার কারাগার...


মানুষের কর্মফলেই
এসব কারাগার
পথ নেই এগোবার
বন্দী জীবনের বন্দীত্ত বারবার


মে ১০, ২০২২
মিরপুর, ঢাকা
রাত ১২টা