কেউ একজন জিজ্ঞেস করলো
কে তুমি?
আমি একটি উদ্বেগ, একটি চিন্তিত জীবনের ধারক
আমি গভীর খাদে আটকে পরা
এক জীবন্ত প্রান
আমি আমার হৃদয় ঢেকে দিয়েছি
এক উদ্বেগ আর
নিঃস্বতায়
এবং বিচ্ছিন্নতায়


স্পর্ধিত মহাকাল আবার জিজ্ঞেস করে
কে তুমি?
আমি অবিরাম পথচলা এক পথিক
মহাকালের গর্ভে
হারিয়ে যাওয়ার অপেক্ষায় এক নাবিক
আমি এক দুরন্ত,
উদভ্রান্ত মধ্যবয়সী প্রান
আমি প্রতিনয়ত দহন রাত্রীর নির্ভরযোগ্য সঙ্গী


প্রজ্বলিত সময়
নিঃসঙ্কোচে জিজ্ঞেস করে, কে তুমি?
আমি এলোমেলো সময় আবগাহনের
এক স্বার্থপর প্রানী
আমি আনন্দে, সানন্দে, নিরানন্দে, কটাক্ষে
এক তীব্র জীবন সমালোচক
আমি হিংসা ঘৃনায়
সভ্যতা বিবর্জিত আচরনে অভ্যস্ত
এক নিস্প্রান, নিশ্চল মানব


প্রতিনিয়ত ক্ষয়ে যাওয়া
জীবন দ্বিধাহীন ভাবেই জিজ্ঞেস করে, কে তুমি?
আমি দূর দিগন্তে
নিশ্চল চেয়ে থাকা, অপেক্ষায় থাকা
এক নীরব দর্শক’
আমি বিমূর্ত এক সঙ্গীর ছায়ামাত্র
আমি মরীচিকার পেছনে ছোটা
আজন্ম এক দৌড়বিদ


আমি আসলে কেউ না
মৃতপ্রায় এক জীবনের জীবন্ত সাক্ষী


আগস্ট ২৬, ২০২১
মিরপুর, ঢাকা