প্রতিদিন কেন
অপেক্ষা করি
গুমড়ে মরি, সকাল দুপুর রাত
জেনে তো গেছি তার নিষ্ঠুর অমত


তারপরও অপেক্ষা
ম্যাসেঞ্জার, ওয়াটসাপ
কিংবা টেক্সট বক্স বার বার দেখা
ঝাপসা চোখে ফিরে ফিরে আসা


কোথায় যেন পড়েছিলাম;
তুই সব ভুলে গেলে
পেয়ে যাবি সুখ
মধ্যরাতে দহনের জালায় পুড়বে না তোর বুক


কেন অপেক্ষা করি
প্রতিদিন শতবার প্রশ্নের জালে পড়ি
ফিরে আসলেই সুযোগ নেই হারাবার
থেকে গেলেই অবহেলায় জ্বলবো বারবার


মিনার এর গান শুনছিলাম
আমার ঝাপসা চোখের বারান্দাতে
দীর্ঘশ্বাস এর জল
মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির শতদল


কক্সবাজার
জুলাই ০৪, ২০১৯