আকাশে ঘুড়ি
ওড়তে দেখি
সুতোয় বাধা, নাটাই অন্য কারো হাতে
একটি নিষ্পাপ শিশু ঘুড়ি টি ওড়াচ্ছে
ক্ষীণ দৃষ্টির কারণে শিশু টিকে দেখতে পাই না;


সূর্য, তার আলো
ধনী গরীব সবাইকে
সমান ভাবে দিচ্ছে
চাঁদ ও, নারী পুরুষ সবাইকে একইভাবে
ক্ষীণ দৃষ্টির কারণে তাদের অভিভাবকদের দেখতে পাই না;


উদ্বাস্তু ক্যাম্পে
অভুক্ত মানুষগুলো কে
কেউ একজন পেটাচ্ছে
কেউ একজন খাওয়াচ্ছে
ক্ষীণ দৃষ্টির কারণে কাউকে দেখতে পাই না;


তুমি সকালে এলে
আবার সন্ধ্যায় ফিরে গেলে
মাঝে ঝটিকা সফরে দেখতে পেলে
বছরে বেশ কিছুদিন স্থায়ী দেখা মেলে
ক্ষীণ দৃষ্টির কারণে তোমায় দেখি না অদৃশ্য হলে;


তুমি আমার পাশের
টেবিলেই লাঞ্চ করলে অন্য কারো সাথে
দ্রুত ই ফিরে গেলে তার অমতে
আনমনা হয়ে চলতে থাকলে ভাবতে ভাবতে
ক্ষীণ দৃষ্টির কারণে তোমাকে কোথাও দেখতে পাই না আপন মনে;


কক্সবাজার
নভেম্বর ০৫, ২০১৮