মালিকানা ভাবনা
থেকেই খণ্ড জমির
মালিকানায় অতৃপ্ত পুরুষ
অসংখ্য খণ্ডের জমিদারী খোঁজে অমানুষ;


খণ্ড খণ্ড করে দেখা
নিতম্বের কিয়দংশ
হেলে পড়া যুগলের একাংশ
এবং পাহাড়ি খাদের ক্ষুদ্রাংশ;


ভাবনায় প্রতিচ্ছবি চায়
অপেক্ষায় নিমগ্নতা চায়
যখন তখন অধরের উষ্ণতা চায়
কেবল নিজের প্রয়োজনই চরিতার্থ চায়;


দহনে পোড়া ছাই উপেক্ষায় রাখে
খণ্ড খণ্ড অভিযোগ প্রতি বাঁকে
পৌরুষ ভাবনা জানান দেয়ার ফাঁকে
আরেক খণ্ড জমির ইচ্ছের প্রকাশ থাকে;


সম্পূর্ণতার ভয় রক্তে গেছে মিশে
মালিকানা হারায় শেষে
ভুল শিক্ষায় খণ্ড পাওনায় হাসে
অসীম প্রাপ্তি হারায় এক জীবনে, তবুও বোঝে না সে ।


কক্সবাজার
নভেম্বর ১২, ২০১৮