একটি পাথরের জন্ম দেখেছি
কিছুটা কাল সযত্নে আগলে ও রেখেছি;
এখন ধীরে ধীরে তার ক্ষয়ে যাওয়া পরখ করছি
নীরব কান্না শুনছি।


মানুষের কান্না থামানো যায়
মাথায় হাত বুলিয়ে দিলে একটু আশ্রয় পায়;
কান্নার ক্লান্তিতে এক সময় থেমেও যায়
পাথরের কান্না অবিরাম, নিশ্চিন্থ হতে যতটুকু সময় পায় ।


ক্ষয়ে যাওয়া পাথর একান্তে আপন
অস্তিত্ব রক্ষার স্বার্থে দক্ষ, নিপুণ;
সময়ের কাথা সেলাই নুতন সুতোয়, নিরন্তর আকুতি
অপেক্ষমাণ চাঁদের আলো, নিষ্ঠুর প্রকৃতি ।


ফ্যাকাশে কপালে রক্ত জমে
গোলাপি ঠোটে থরথর কাপন ওঠে;
পাথরে পাথরে ঘর্ষণে যেমনটা আগুন জ্বলে
ক্ষয়ে যাওয়া পাথর ঠিক তার উল্টো পথে চলে।


অস্থির পতঙ্গ ঝাঁপিয়ে পড়ে পাথরের ভাঁজে
ভুলো মনে ফিরে আসে পুরনো জেদে;
ক্ষয়ে যাওয়ার অহংকারে বিচ্ছিন্নতায় ভোগে
অগোচরে মধ্যরাত অবধি অনিদ্রায় থাকে।


প্রকৃতির নিয়মে সবই ক্ষয় হয়
নিয়ম বহির্ভূত ক্ষয়ে অপমান আর নয়;
প্রতিরোধে শক্ত চোয়ালে স্থির রয়
ক্ষয়ে যাওয়া পাথরকে নুতন করে দেখে, আমার খুব আনন্দ হয়।


সেপ্টেম্বর ২৪, ২০১৮
কক্সবাজার