কোন কিছুই নিশ্চিত নয়
মানুষ কেবল প্রতিদিন বেঁচে থাকে
মৃত্যুর নিশ্চয়তা জেনে
তারপরও মানুষ অনিশ্চয়তার মাঝেই
নিশ্চয়তা খোঁজে


বিষণ্ণ যুবক কোন নিশ্চয়তা
অনিশ্চয়তা কিছুই ভাবে না
কেবল অপ্রাপ্তির মাঝে প্রাপ্তি খোঁজে
আঁচড়ে পড়া সমুদ্রের ঢেউয়ে
বিস্মিত হয়


ঈশ্বরকে অনুভব করে
বিশ্বাস করে না, আস্থায় রাখে না
আস্তিকতা এবং নাস্তিকতার সমন্বয়ে
কোন দর্শন আছে কিনা ভাবনায় জড়িয়ে পরে
বিষণ্ণতার জালে আটকে থাকে


ক্ষুদ্রতার বিস্ময়ে
আহংকারি মানুষকে
আত্মভরি মানুষকে
করুনা করতে শেখে
নুতন অঙ্কে দিক্ষিত হয় চলার বাঁকে


কক্সবাজার
নভেম্বর ২৭, ২০১৮