কিছু কষ্টের সমাধান নেই
ভাবতে ভাবতে, হারিয়ে ফেলি খেই;
অযথা কষ্টগুলো নিয়ে খেলতে নেই
সহ্যের সীমানায় কষ্টকেই হারাতে দেই ।


কিছু কষ্টের সমাধান নেই
প্রতিনিয়ত তার অস্তিত্ব অনুভবে আসে যেই;
নিজের ক্ষমতার সীমানা আরেকবার মেপে নেই
কষ্টগুলোকে অভ্যস্ততার ছকে ফেলে দেই ।


কিছু কষ্টের সমাধান নেই
অন্যের সাথে তুলনার কোন মানে নেই;
বিধাতার মহাপরিকল্পনায়, হয়তো আমার কোন স্থান নেই
মেনে নেয়ার দিনলিপিতে নিজেকেই মানিয়ে নেই ।


কিছু কষ্টের সমাধান নেই
নিজেকে আড়ালে রাখি, আমাকে কারো প্রয়োজন নেই;
আমাকে আমার কেন প্রয়োজন তাও জানা নেই
সবার মাঝে থেকেও, আমি আসলে কোথাও নেই ।


কিছু কষ্টের সমাধান নেই
আমার কাছে সুখ বলতেও কিছু নেই;
শুধু জানি, নিরন্তর যাত্রা পথে থামতে নেই
কষ্টগুলো সাথে নিয়ে চলতে দ্বিধাও নেই।


জুলাই ২২, ২০১৮
মিরপুর, ঢাকা