সমাজের কত কিছুইত মেনে নেই, সব ত আর মনে নেই না, চারপাশের সাথে একাত্ম থাকি, কখনও পারি কখনও পারি না।ভিন্ন জনের ভিন্ন মত, এসব নিয়েই জনমত।  এ আসরেও আছে কিছু ভাল লাগা, আবার কিছু না বলা কথা, যা বলি বা যা লিখি সব কিছুই সব সময় যায় না বৃথা ।


আমি ভিন্ন দর্শনে, ভিন্ন মতে ভাবি
পেতে চাই না, আশে পাশে যা আছে সবই ।


সব সময়ই চাই, ভিন্ন মত, ভিন্ন দর্শন, ভিন্ন ভাবনা। এত ভিন্নতার মধ্যেই খুজে পাই নিজস্ব ভাবনা ।  সব কিছুই নিজের মত করে হবে এ ভাবনাটাই অচল, সব কিছুই নিজের মত করে পেতে হবে, এ ভাবনাটাও বিফল। নিজের মত করে জায়গা তৈরি করে নেয়াটা সময়ের দাবি, সে দাবি মনে নিয়েই পথ চলা।


যেমনটা করি, তেমনটাই ভাবি
কবিতা লিখে হতে চাই না বিখ্যাত কবি।


নিজের ভাবনাগুলো, নিজের চাওয়াগুলো, নিজের মত করে লিখি, আসরে কবিতা প্রকাশ করি আবার অন্যের ভাবনায় একাত্মতা প্রকাশ করি। ভাবনায় কবি হবার ইচ্ছে নেই কেবল নিজের আনন্দে কবিতা লিখে যাই।


আমি ভিন্ন মতের সাথে থাকি
ভিন্ন কথা বলি, ভিন্ন ভাবে চলি,


নানাভাবে বলার চেষ্টা করি, ভিন্নতা কোন অপরাধ না বরং ভিন্নতায় বৈচিত্র্য, ভিন্নতায় সৌন্দর্য, তাই ভিন্নতায় একমত পোষণ করি, কখনও মেনে নেই কখনো বা মনে নেই।


যা কিছু ভাল লাগে
মনে নেই আগে
আর যা লাগে না ভাল
ভিন্নতার কারনে মেনে নাই, যদিও থাকে না আলো ।


ভিন্নতায় আমি আমার
ভিন্নতাই আমার অহংকার
সমালোচনা হউক, আমি আমাতেই একাকার।


ভিন্নতা মেনে নেয়া বা না নেয়া যার যার একার কিন্ত ভিন্নতার অহংকার সবার।


নভেম্বর ০৬.১১.২০১৭