ক্ষমাহীন ঘৃনার পাহাড়
তবুও নতজানু থেকো
অতলের স্পর্শ নিতে নেই
ঠাই পাবে না
ভালোবাসা কাকে বলে, বুঝি না


মৃত্যুর পর অপার্থিব সুখ
অসীমতার হাতছানি
এখন সারারাত জেগে দেখি
মৃত মানুষের কবর
সমান্তরাল ও বৈপরিত্যমূলক জীবন!


আমারও নিজের সাথে
বন্ধন ছিল, কোন একদিন;
প্রতারক সময়ে অশুভ হাতছানি
ভুলে গেছি ইতিহাস
সংগীতের নির্মল সুর, সবুজ মমতা


টানটান ব্যাথার শিরা উপশিরা
নির্ঘুম রাতের ফোলা চোখ
সবটুকু কষ্ট ছুয়ে দেয়ার নাম
বেচে থাকা
ভালোবাসার ছদ্মবেশে সুখী হওয়া


জীবন সাধকের স্নায়ুতে স্নায়ুতে
প্রেম এবং নিসর্গের হাতছানি
প্রতারনায় ধ্যানভংগ
তবে তাই হউক
সপ্নের ছায়ার সাথে চিরআলিংগন


জুলাই ২৭, ২০২২
বিকেল ৫টা