একটি কবিতা কে কেন্দ্র করে কতগুলো প্রফেশন গড়ে উঠে, কতগুলো প্রফেশনাল গড়ে উঠে।


• কবিতা লিখেন, তিনি কবি/লেখক,
• প্রকাশ করে হন প্রকাশক
• প্রকাশনা বিক্রি করেন যিনি তিনি ব্যবসায়ী
• মাঝে থাকে, বিজ্ঞাপন, সেলস আর প্রোমোশন।


একজন কবি কি সবগুলো কাজ করতে পারেন, করতে চান কিংবা করা উচিৎ?  আমরা নিশ্চই চাই, কবিতার পাঠক বাড়ুক, কবিতার প্রভাব সমাজে ছড়িয়ে যাক, দিন বদলের হাতিয়ার হউক কবিতা।  


কবি দের একটা আলাদা ‘মুন্সিয়ানা’ থাকা, নানা ভাবে, আকার ইঙ্গিতে, রুপকে, নানা আদলে মুল বক্তব্য প্রকাশ করা, কাব্যিকভাবে প্রকাশ করা। যে কারনে, শুধুমাত্র ‘প্রেম’ কিংবা ‘ভালবাসা’ নিয়েই লক্ষ লক্ষ কবিতা লিখা যায় । নানা ভাবে আমরা ‘দুঃখ’, ‘কষ্ট’, ‘যন্ত্রণা’ প্রকাশ করে থাকি।  তাই বলে...


একই দক্ষতা আমরা ‘কবিতার বিজ্ঞাপন’ হিসেবে ব্যবহার করবো? কবিতার পাঠক বাড়ানোর প্রচেষ্টা, কবিতার প্রচার আর কবিতার বিজ্ঞাপন কি একই অর্থ বহন করে?? আমি জানি না


আসরে আমরা কোনটা করছি, নানা কৌশলে??