প্রচ্ছদ শিল্পীদের কি
বিষাদ থাকে
না হলে, কবিতার বইয়ের প্রচ্ছদ আঁকে কি করে!!
উপন্যাসের প্রচ্ছদ
খুব সহজ
অবলীলায় সব বলা থাকে।


কবিতার ভেতর থাকে
প্রেম, বিষাদ, দহন, আকাঙ্খা
অতৃপ্ত আত্মাদের বসবাস;
কখনো বা বিদ্রোহের দাবানল
উপচে পড়া উচ্ছাস; কিংবা
অপেক্ষার প্রহর
আবার
কখনো বা প্রেমহীন জীবনের;
স্বাধীন সত্ত্বার মুখোশ
প্রচ্ছদ শিল্পীরা কি এসব আগেই জানে!!


কবি যা ভাবে, যা ভাবতে চায়
যা লিখে কিংবা
অবলীলায় লিখতে চায়
সবই তো লিখতে পারে না
শব্দ ভান্ডারের অভাব অথবা
ভাষার সীমাবদ্ধতা
অব্যক্ত থেকে যায় যত কথা।


প্রচ্ছদ শিল্পীরা তাও জেনে যায়
পঞ্চাশ, ষাট কিংবা শতাধিক কবিতায়
সব না বলা কথা
এক প্রচ্ছদে সব বলা হয়
স্যালুট তোমায় প্রচ্ছদ শিল্পী।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ০১, ২০২১