কল্পনারও কিছু সীমাবদ্ধতা থাকে,
যা ইচ্ছে তাই কল্পনা করা যায় না।
জন্মের আগে এবং মৃত্যুর পরের সময়কাল কে কল্পনা করা যায় না।
চিত্রশিল্পি, কবি, সাহিত্যিক কেউই চিত্রায়ন করতে পারেনি।


মানুষের জীবন চক্রের একটা মডেল দিয়েছে প্রকৃতি
দেশ কাল জাত পাত ভেদে একই রকম, সার্বজনীন।
ভিন্ন কোন মডেল আজও আবিষ্কৃত হয়নি।


কল্পনা সব সময় দেখা চিত্রের কাছাকাছি ঘোরাফেরা করে।
খুঁটিতে বাধা রশির ব্যাসার্ধের মধ্যেই থাকে।
বিজ্ঞানও ব্যাসার্ধের বাইরে যেতে পারেনি,
আমরা কেবল ব্যাসার্ধের দৈর্ঘ্য জানি না।


জুলাই ০৯, ২০১৮
মিরপুর, ঢাকা