ধ্বংসস্তূপ থেকে বিনির্মাণের আর্তনাদ
কান পেতে রই
সম্পর্কের মুহূর্তবাদ
করোনার আক্রমনে অথৈ



সকল মৃত্যুই জন্মগ্রহন করে
আগে কিংবা পরে
সব সম্পর্কই মৃত্যুবরনের ভয়ে মরে
করোনার জ্বরে



শরীর ছুঁয়ে দিলে বীভৎসতা
মন ছুঁয়ে দিলে?
রঙিন স্বপ্নে ডানা মেলে পাখা
ইনিয়ে বিনিয়ে স্পর্শে থাকা।



কেবল কবিই কি পাঠকের দিকে এগোবে
নাকি পাঠকও একটু এগিয়ে আসবে
অনাদিকালের এক দূরত্ব
কিছু দূরত্ব, কিছু আড়াল
তাতে ক্ষতি কি
এখন যেমন শূন্যতা এবং নীরবতা
কাছে থাকার দূরত্ব
সীমানাবিহীন অনুভব


মিরপুর, ঢাকা
মার্চ ৩০, ৩১, এপ্রিল ০১, ,২০২০