৩০
সিগারেট ধরালে
আগুন ক্রমাগতই এগিয়ে আসে
ছাই পড়ে থাকে পেছনে
নেপথ্যে নির্জন ভস্ম


শেষ বিকেলে সমুদ্র যখন
নরম সূর্যকে গ্রাস করে
অন্তরাত্মা কেঁপে উঠে
শক্তিশালী তেজও আত্মসমর্পণ করে


সময় কখনো সময়কেও
পরাজিত করে
এখন যেমন মহামারীতে
সময়ের গতি আত্মআহংকারে মরে


২৯
নিঃসঙ্গতা পীড়া দেয় না
একাকীত্ব সর্বগ্রাসী
একা থাকার একাকীত্ব, কারো
পাশে থেকে একাকীত্ব থেকে মর্যাদাকর


একাকীত্বে ভাবনা
বেশ মজার এক বাহন
যখন ইচ্ছে চড়ে বসা যায়
যখন যা মন চায়, ভাবা যায়
দেশান্তরী কিংবা যাযাবর হওয়া যায়
কালের সীমানা পেরোনো যায়
অন্য থেকে নিজেকে যখন তখন আলাদা করা যায়
জাগতিক ভাবনা থেকে বিচ্ছিন্ন রাখা যায়
অমানবিকতাকে দূরে রাখা যায়


স্বাধীনতার এক চূড়ান্ত রূপ
আবার বিস্ময়কর এবং
সর্বগ্রাসী


২৮
একাকীত্বের তীব্র ঘ্রানে
মাতাল নিঃশ্বাস
নোনা ধরা দেয়াল থেকে
খসে পড়ে বিশ্বাসের আস্তরন
কর্পূরের ন্যায় আস্থাগুলো মিলিয়ে যায় আকাশে


দীর্ঘদিন সিন্দুকে সযত্নে রক্ষিত
অহংকারী জীবন
মুক্তির সাইরেনে আতঙ্কিত
নির্লিপ্ত চাহনি
তবুও বিচ্ছিন্নতা অনিবার্য
মহামারিতে তিরস্কৃত, অবহেলিত
একাকীত্বের তীব্র এক ঘ্রান
চির বিদায়


মিরপুর, ঢাকা
এপ্রিল ২৪-২৬, ,২০২০