২৩
নিঃশ্বাসের  বিপর্যয়
লুকিয়ে রাখা দায়
শহরজুড়ে কিছু লোক ধর্মপুকুরে জল খাচ্ছে
কিছু লোক রক্তের নেশায় মেতেছে
মিথ্যাচারে গা ভাসাচ্ছে কেউ কেউ
একজন এসব অত্যাচারে হাবু ডুবু
বাকীরা নিশ্চুপ
নিস্তব্ধ
সুযোগ সন্ধানী করোনার ছোবল


২২
পতাকা আর মানচিত্রের গল্প
জন্ম থেকেই শুনছি
রাজনীতির কালো ধোয়া
আজও অবধি দেখছি
মানবতার শব্দ শুনতে
এখনো অপেক্ষায় আছি
করোনা মহামারীতে
কান পেতে আছি


২১
ঘামে ভেজা শ্রমিকের চোখ
মানবতার অপমান
দুর্ভিক্ষ, দুর্যোগ কিংবা মহামারি, তবুও
রাজনীতি, মেকী মাহফিল, অবসাদ চৈতন্য
নক্ষত্রের মত নিবু নিবু জ্বলে
মানবাধিকার, মৌলিক অধিকার
অনিবার্য প্রতিশোধ, তবুও
ফরমালিন আসক্ত ক্ষমতার দম্ভ
মানবমুক্তির শিরা উপশিরায় ক্লোরফর্ম
এখনো সময় অপেক্ষমান
দোড় গোড়ায় জাগরনী সাইরেন


২০
উন্নয়নের মহাসড়কে বসে
সমৃদ্ধির বাসনা জাবর কাটে
ফ্যান্টাসিকে চোখ রাংগিয়ে
করোনা মৃত্যুর লাশ ঘরে ঘরে


১৯
তুই বাইরে বেরিয়ে এলে
আমরা করোনা আক্রান্ত হয়ে যাই
তুই ঘরে বন্দী থাকলে
আমরা বেঁচে যাই
সকালে ভরপেট নাস্তা করে
মাঠে নেমেছি
তোকে পিটিয়ে ঘরে পাঠাবো
বলে পণ করেছি


১৮
একটা আয়ু ব্যাংক
থাকলে খুব ভাল হত
আমার নিস্করমা আয়ুগুলো
ডাক্তারদের দিয়ে দিতাম
করোনার এই দুঃসময়ে মানুষগুলো
বেচে যেত


মিরপুর, ঢাকা
এপ্রিল ১৫-২১, ,২০২০