২৭
ঘোরের ভেতর ঘর বেধে
অনিদ্রা আক্রান্ত মানুষ
যুক্তি ও বিশ্বাসের
ঘূর্ণি জলে ক্রমাগত পথচলা
গন্তব্য ঝুলে আছে মাকড়সার জালে
এক চিলতে রুগ্ন আহমিকা
তখনো অনড় কিন্তু দোদুল্যমান
একপাড়ে স্বপ্ন আর অন্যপাড়ে সত্য


২৬
দুঃসময়ে তোমাকে দেখি
খুটিয়ে খুটিয়ে
সুসময়ে হারিয়ে ফেলি
কার্যত চিনতেই পারি না
মুখোমুখি তোমাকে পাই
অসময়ের জংশনে
পৃথিবী আড়াল করে সামনে দাড়াও
ক্লান্ত জীবন ঘুমিয়ে গেলে রহস্যের ছায়াতলে


২৫
পুজিবাদের মুখ থেকে
চুইয়ে পড়া ভোগের লালায়
মানুষের মুক্তি নেই
আক্রান্ত যখন করোনায়


২৪
আমরা নিজেকে ছাড়া
অন্য সবাইকে দায়ী করতে শিখে গেছি
এমনকি ঈশ্বরকেও


দোষারোপের সংস্কৃতিতে থাকে
শ্রেনী চরিত্র
আগ্রাসী চরিত্র
সাম্প্রদায়িক চরিত্র
লিঙ্গীয় চরিত্র
বর্ণবাদ চরিত্র
আজকাল তা ধীরলয়ে কমতে শুরু করেছে


কিছু আমিত্ব ভাব থেকে গেছে এখনো
একাডেমীক শিক্ষার আমিত্ব
খ্যাতির আমিত্ব
জ্ঞানের আমিত্ব
সামাজিক অবস্থানের আমিত্ব
রাজনৈতিক ক্ষমতার আমিত্ব......


আরও কিছুদিন অপেক্ষা
মহামারির চূড়ান্ত আক্রমন
তারপর...


মহামারী উত্তর
সবই ফিরবে নিজ গুনেই
ভিন্ন লয়ে এবং
ভিন্ন রূপে


মিরপুর, ঢাকা
এপ্রিল ১৫-২১, ,২০২০