একটা সময়
প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন থেকে
ঋণ নেয়াটা ছিল
বেহিসেবি চরিত্রের লক্ষন;


এখন
মানিব্যাগে একাধিক ব্যাংকের
ক্রেডিট কার্ড জানান দেয়;
আধুনিকতা আর কর্পোরেট সংস্কৃতির আগ্রাসন
পুঁজিবাদী অর্থনীতির আস্ফালন ।


একটা সময়
প্রতিবেশী মানুষজনই ছিল
বিপদে আপদে কিংবা
প্রাথমিক স্বাস্থ্য সেবায় আপনজন;


এখন
১২৩ স্বাস্থ্য সেবাতো পকেটে
বীমা কোম্পানি আর ব্যাংকই নিকটজন;
নীরবে চলছে কর্পোরেট সংস্কৃতির আগ্রাসন।


একটা সময়
সন্তান লালন পালনে
বাবা মায়ের পরেই মুখ্য ভুমিকায়
ছিল দাদা দাদী আর পরিবারের অন্যজন।


এখন
সন্তানের মুখ দেখার সময় নেই
আছে ডে-কেয়ার সেন্টার কিংবা
রক্ত সম্পর্কহীন বেতনভুক্ত কর্মী কয়েকজন;
নীরবে চলছে কর্পোরেট সংস্কৃতির আগ্রাসন।


সময়ের দাবী, সময়ের চাহিদা
ভাবার সময় নেই, সুবিধা কিংবা অসুবিধা;
পুঁজিবাদী কাঠামোয় ‘উপায়হীনতার’ ভাবনা
কর্পোরেট সংস্কৃতি থেকে মুক্তি মিলবে না।


অগাস্ট ০৭, ২০১৮
মিরপুর, ঢাকা