কর্পোরেট হাসির পেছনে নাকি
প্রবল নিরাপত্তা থাকে;
মায়ের পেট থেকে ভুমিষ্ট হবার আগে
ঢের নিরাপত্তা ছিল
তাহলে পৃথিবীতে কেন আসা?


কর্পোরেট অহংকার নাকি
অর্জিত সাফল্য,
নেকড়ে বাঘের অর্জন মানুষের থেকে ঢের বেশী
তবে মানবতা শব্দের উদ্ভব কেন?


কর্পোরেট ব্যক্তিত্ত্ব নাকি
আধুনিকতার প্রতীক;
সাত কোটি থেকে ষোল কোটি
মানুষের খাদ্য নিরাপত্তায়
কৃষক কেন অহেতুক ঘাম ঝরায়?


জুলাই ২১, ২০২১
মিরপুর, ঢাকা