প্রেমের কথাগুলো কবিতা; ধোয়ায় আচ্ছন্ন, রহস্যময়।
ঘৃনার কথাগুলো খুব অল্প।
সন্দেহের কথাগুলো বিস্তর, টুকরো টুকরো কল্পচিত্র।


অবহেলার কথাগুলো ইনিয়ে বিনিয়ে;
উপহাসের কথাগুলো তীর্যক।
তাচ্ছিল্যের কথাগুলো রূপকতায় ভরপুর।


প্রতিদিনের কথাগুলো
জাবর কাটা, একঘেয়েমী;
চাওয়া পাওয়ার কথাগুলো
ভাবনার তাগাদা।
কামনার কথাগুলো অস্ফুট শব্দ;


বিদায়ের কথাগুলো মর্মস্পর্শী


আমি তবে কি কথা খুজি??


যে কথার অনুরননে হৃদয় তৃপ্ত
প্রশান্ত মন
জীবনের অর্থ গভীর থেকে আরো গভীরে
আমি তখনো ভালোবাসার কল্পতীরে


মিরপুর, ঢাকা
অক্টোবর ২২, ২০২২, ভোর ৬টা