আমরা অনুসন্ধানরত যোদ্ধা
জীবনকে অনুসন্ধান করি
সম্পদের ভাগার তৈরীতে ব্যস্ত থাকি সব সময়
উপভোগ করতে ভুলে যাই;
সম্মান হারানোর ভয়ে
বুক পকেটে সম্মান লুকিয়ে রাখি
অথচ সব সময় নতজানু থাকি।


আমরা লড়াই করি
অন্যের সাথে, ভাগবাটোয়ারা নিয়ে
উচ্চাসন নিয়ে
অথচ হেরে যাই,
বিষন্নতার বিরুদ্ধে, ক্রোধের বিরুদ্ধে লড়াইয়ে
আমরা হেরে গিয়েই জয়ী হই।


আমরা ইতিহাসের অংশ
হতে চাই
ইতিহাস নিয়ে গর্ব করি
ইতিহাস বিকৃতিতে আনন্দও পাই
আনন্দ ও সুখের পার্থক্য জানি না
দুঃখ ও বিষাদের পার্থক্য জানি না
অসাধ্য এবং যুদ্ধের পার্থক্যও
জানি না
আমরা আসলে জানতে চাইও না।


আমরা চোখ বন্ধ রেখে
ঘুমের ভান করি
অথচ গভীর নিদ্রা চাই না
আমরা সুখী হতেও চাই
সুখের উপকরন খুজি না;
সমালোচনা দারুন উপভোগ করি
নিজে সমালোচিত হতে চাই না
আদতে কি চাই, সঠিক জানি না।


আমরা সুন্দর চেয়ে
অসুন্দরের পূজো করি;
ভালোবাসায় আপ্লুত থেকে
ঘৃনাকে লালন করি;
নিজেকে রাখি মুখোশের আড়ালে
অথচ, 'মুখ ও মুখোশ', ছবি দেখি টাকা খরচ করে
আমরা এমনই
আমরা এমন থাকতেই চাই।


আগষ্ট ০৪,২০২২
রাত ৮টা