পিঁপড়েগুলো দলবেধে চলতে শেখেনি
একটি মরুভুমি পাড়ি দিতে হবে
দ্বিধাবিভক্ত হয়ে দিশেহারা
মানব ইতিহাস ভুলে যাওয়া পিপড়ের দল
পথ হারিয়ে দুঃখ পীড়িত


ধ্যান আসনে গুরু
চিরস্মরনীয় থাকার আকাঙ্ক্ষা
ঐশ্বরীক দিক নির্দেশনার প্রত্যাশা
কোটি কোটি পিপড়েদের প্রতিদিন বাড়ে হতাশা
দোল খাওয়া দিনের নাম আশা-নিরাশা


মিয়ানমারে পিপড়ে মরে
বাংলাদেশে কিছু পিপড়ের ভাগ্য খোলে
দিগভ্রান্ত পিপড়ে সমাজে রেপ চলে
আমেরিকায় উদোম বক্ষ দোলে নৃত্যের তালে
বৈশ্বিক পিপড়েরা কিছু দিনের জন্য দুঃখ যায় ভুলে


পিপড়েগুলো পায়ের নীচে পিষে মরে
নিজেদের বিভেদে জ্বলে পুড়ে
কিছু পিপড়ে আত্মভরিতায় এক ঘোরে
আত্ম তৃপ্তিতে কিছু পিপড়ে প্রশান্তের ওপারে
বিভেদ যুক্ত পিঁপড়েগুলো্র দুঃখী জীবন আরও বাড়ে


চুয়াডাংগা
ডিসেম্বের ০৫,  ২০১৯