ক্রমান্বয়ে  আমি
নিঃস্ব থেকে নিঃস্বতর হতে চলেছি
শেষ বিন্দুটি এখনো অজানা
কিছুটা রয়েছে বাকী


ফাঁদ পাতা এই শহরে
কেউ ফাঁদ পাতে
কেউ ফাঁদে পড়ে
কেউবা আবার নিঃস্বতার  নিগুড়ে কুঁড়ে কুঁড়ে মরে


অবহেলার ভার
খুব ভারাক্রান্ত করে
তুচ্ছা তাচ্ছিল্যের ধার
ধীরে ধীরে মানুষকে নিঃস্ব করে


তুমি কেন ফাঁদ পেতে রাখলে
ভাল থাকতাম, প্রশ্ন করতে পারলে
তুচ্ছ তাচ্ছিল্য মাখা খেলার স্বাদ পেতে
নাকি, ভাল লাগার অপরাধে??


ক্রমান্বয়ে আমি
এগিয়ে চলেছি প্রান্তসীমায়
অসীমতার ধারায়
তবুও তোমার সনেই মন পড়ে রয়।


কক্সবাজার
জুলাই ০৩, ২০১৯