অনেকদিন পূর্ণ আকাশ দেখি না
বিশালতার কাছে নিজেকে
হারাতে পারি না, তিক্ত সময়ের
বিষবাস্পে আর নিঃশ্বাস নিতে পারি না


তোমার উচ্ছল, অট্টহাসিতে
আমার অবগাহন আ-র হয় না
চোরাবালির পথ ধরে যেতে যেতে
আমি তলানিতে, আর নিঃশ্বাস নিতে পারি না


টুকরো আকাশে দেখি
চিল উড়ে উচ্ছাসে, আনন্দে
শকুনেরা অপেক্ষায়, আমার খু-উ-ব কাছে
কিছু মাংস এখনো তাজা অবশিষ্ট আছে


আকাশের ক্ষুদ্র অংশ দেখে
কুয়োতে থাকা ব্যাঙেরা হাসে
উপায়হীন আমি তাদেরই আশেপাশে
কেবল দিনাতিপাত আগুনঝরা নিঃশ্বাসে


ধীরে ধীরে আমার রূপান্তর হচ্ছে
অসামান্য থেকে সামান্য হচ্ছে
বিশাল আকাশটা ক্ষুদ্রতর হচ্ছে
অচিরেই কুয়োর ব্যাঙ হতে যাচ্ছে


কক্সবাজার
জানুয়ারি ০৩, ২০১৯