অভিজ্ঞতার ঝুড়িতেঁ জমে থাকা আলোড়নগুলো মধ্য বয়সে নানাভাবে পীড়িত করে, স্পর্শকাতর সময়ের দোলায় এক অদৃশ্য অস্তিত্ব অনুভব করি, ছদ্মবেশী বোঝাপড়া গুলো স্বপ্নের বেচাকেনার হাটে মিলিয়ে যায়, নির্ভেজাল একাকীত্ব আর বিচ্ছিন্নতাবোধের আবহে তাকিয়ে দেখি জিনেদের খোলস পাল্টানো, অনুভব করি এক বিমূর্ত অসহায়ত্ব। বিশ্বায়নে মানুষের বিপণন আর চেনা মানুষের, অচেনা মুখোশ গুলো প্রতিবাদহীন সময়ে দাম্ভিকতা নিয়ে হাজির হয়। নিজেকে আবিস্কার করি আমি আসলে কেউ নই, জীবনের সাথে বার বার দেখা হয় কিন্তু বিবেকের সাথে দেখা হয় না, নিজের অনুভুতি গুলো প্রকাশের অপারগতায় উপায়হীন হয়ে প্রায়শ্চিত্তে ভুগে ভুগে নিজ গৃহেই পরবাসী হয়ে পড়ি। আমি এখন আর আমাকেই চিনতে পারি না, নিজের সাথে বোঝাপড়া করতে করতেঁ নির্ঘুম রাত উদযাপন করি, আরেকটি ভোরের অপেক্ষায় থাকি, স্পষ্ট উচ্চারনের দায়ভার কাঁধে নিয়ে সময়ের আবর্তে নিজেকে হারাই।


কক্সবাজার
জানুয়ারি ২৭, ২০১৯