সভ্যতার আলোয়
অসভ্যতাগুলো উজ্জ্বল রঙ ধারন করে
নিজের আলো বিলিয়ে
সভ্যতাগুলো গুমরে মরে


লোভ এবং ক্ষোভ
দুটোরই সীমানা থাকে না
অন্যকে পোড়াতে ছাড়ে না
নিয়ন্ত্রণও রাখে না


শকুনের নখে লোভ
মানুষের চোখ এবং জিহ্বায় ক্ষোভ
কেবল গাছেরা থাকে নির্লোভ
অস্তিত্বের মুল্য সুলভ


সভ্যতার আলোয়
মেতে থাকে অসভ্যতার লোভ
সীমাবদ্ধ জ্ঞানে দেখা হয় না
ঈশ্বরের লুকানো ক্ষোভ


প্রেমের সীমানা, দ্রোহের সীমানা
কোনটাই বাঁধা মানে না
মানুষ-জানোয়ার আন্ত পরিবর্তনে দ্বিধা থাকে না
ঈশ্বরের মুচকি হাসি তখনো থামে না


কক্সবাজার
ডিসেম্বর  ০৪, ২০১৮