পৃথিবীর বয়স হয়েছে অনেক
বয়োবৃদ্ধ অসুখে
ইদানিং আবোল তাবোল বকছে;
ঈশবরের বয়স বাড়ে না
মানুষের মৃত্যুতে প্রভু বিচলিত নন মোটেই;
শুধু শুধু আমরা কয়েকজন উৎকন্ঠায় থাকি ভীষন।


প্রতিদিন কোথাও না কোথাও
নিরীহ ছাগল জবেহ হয়;
কেন জবেহ হয়, জানে না ছাগল
উল্লসিত পেশীশক্তি মানে না বারন।
ছাগলের মাংস বিক্রির টাকায় প্রতিপালন পরিবার পরিজন
সাথে বিদেশ ভ্রমন।


বড়শিতে আটকে পরে মাছ
নানা গল্পে, ছন্দে, রূপকল্পে;
জেলেদের পাড়ায় পাড়ায়
শুটকি মাছের পচা গন্ধ;
অশুভ এক নেশার জন্ম।
প্রতিদিন সিংহীর স্তনপুষ্ট হয়
মেষ শাবকের জবেহ কলহে।


পরজনমে নেশার বৈধতা
এই জনমে নয় কেন?
মানুষের রক্তের নেশা; মাংসের কাবাব, হাড্ডির নেহারী
পুলকিত নামজাদা বাবু বিহারী।
হায়, পালবাহী জাহাজের অন্ধ নাবিক!
মানবিকতার মোড়কে আর কতো হবে অমানবিক?


মিরপুর, ঢাকা
আগষ্ট ১০, ২০২২, বিকেল ৪টা