মনোবল
    -সরদার আরিফ উদ্দিন


মানুষের বদলে যাওয়া মানতে পারি না;
আধুনিক বিলাসিতায় অব্যস্ত হই না;
ক্ষণে ক্ষণে রং বদলাই না;
ব্যস্ত শহরে গা ভাসিয়ে চলি না;


হেয়ালী আচরণে কাঊকে কষ্ট দেই না;
আম জনতার সাথে শ্লোগান দেই না;
এগিয়ে যাওয়া তরুণকে পিছু ডাকি না;
মই বেয়ে ওপরে যাওয়া যুবকে টেনে ধরি না;


অলসতায় কিংবা শুয়ে বসে দিন পার করি না;
মরীচিকার পেছনে ছূটোছূটী করি না;
আবার মুখোশ পরা কাঊকে সহ্যও করি না;
এতগুলো ‘না’ নিয়ে জীবন ত আর চলে না।
---২৩.০২.২০১৭