নরম তোয়ালেতে মুছে ফেলি
মৌনতার জল;
ক্লান্ত আক্ষেপগুলো থরে থরে সাজানো থাকে
হৃদয়ের আলমীরায়।


কখনো কখনো মৌনতার বরফেও
জ্বলে ওঠে আগুন;
অনিবার্য ক্ষুধাগুলো নির্ঘুম থাকে
রাতের প্রহরায়।


নিয়তির ঈশারায় নির্লিপ্ত দেহ
কেন হাহাকার!!!!
মুখোমন্ডলের ওপারে ঘৃনার আকাশ
অকারনে সন্দেহের বীজ বপন হয়েছিল মনে।


নিশাচর দৈত্যের হুইসেলে
ঘুম ভাঙ্গে বারবার;
জেগে থাকা নেশাগুলো
সিগারেট পোড়ায়ে নিশ্চিন্ত থাকে।


আদমের শান্তিরক্ষী হিসেবে হাওয়া
ঈশরের ভুল সিদ্ধান্ত!!
হাজারো উদাহরন পৃথিবীর মানচিত্রে
কেবল, মৌনতার সাক্ষী আমার জীনতত্ত্বে।


মিরপুর, ঢাকা
সেপ্টেম্বর ৯, ২০২২, ভোর ৫টা