জন্মের বয়স থেকে
আবিস্কারের বয়স থাকে
নির্মানের বয়স থাকে
সৃষ্টিরও বয়স থাকে, কেবল স্রষ্টা এবং
মৃত্যুর কোন বয়স থাকে না


মৃত্যু আসে নিঃশব্দে, আচমকা
অনুচ্চারিত শব্দে চিরায়ত অমোঘ বার্তায়
দরজায় কড়া নেই, নেই হাকডাক
রাত্রির নিস্তব্ধতা
মৃত্যু কখনো করে না কোন প্রতীক্ষা


মৃত্যু বেঁচে থাকে দীর্ঘ শ্বাসে,
মৃত্যুর শোক শূণ্যতা জেগে থাকে
লক্ষ তারার আলোয় অসীম আকাশে
তবুও মৃত্যু আসে বারে বারে
একজনের জন্য একবারেই


ফেব্রুয়ারী ২৪, ২০২২
সন্ধ্যে ৭টা
মিরপুর, ঢাকা