মাত্র ১৫ দিনের ব্যবধানে
আমার চেয়ারে নুতন একজন বসলো
মৃত্যু শোক অনুষ্ঠানে
অনেকেই গভীর বেদনায় চোখ মুছলো


সাত দিন পর্যন্ত আমার শোক সন্তপ্ত পরিবার
সব কাজ স্থগিত রাখলো
যথা নিয়মে আবারো যে যার মত করে
নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো


আমার অসমাপ্ত কাজ
কিছুই হয়নি বলে কেউ একজন ছুঁড়ে ফেলে দিল
মিন মিন করে দুয়েকজন
কিছু একটা বলতে চেষ্টা করলো


আমার ব্যবহৃত জিনিসপত্র
চেয়ার, টেবিল, ল্যাপটপ, কলম, খাতাপত্র
কিছু ফেলে দেয়া হল
কিছু কিছু কারো দখলে থাকলো


মাত্র তিন মাসের ব্যবধানে আমি
মানুষের স্মৃতিতে ধুলো উড়ালাম
অহেতুক কেন নিজেকে বাদ দিয়ে ব্যস্ত সময় কাটালাম
ওপারে থেকে অসহায়ত্ব নিয়ে তাই ভাবছিলাম


মাত্র একজনকে ভিন্নতায় দেখলাম
যাকে আমি সবচেয়ে কম সময় দিয়েছিলাম
প্রথম আমি তার কাছে যেমন ছিলাম
আজও আমি তাকে একইভাবে পেলাম…


ঢাকা
ডিসেম্বর ৩১, ২০১৮