চারদিকে শুধু মুখোশ দেখি
মানুষ দেখি না
মানুষ দেখতে চাই কেন
তাও সঠিক জানি ন ।


মানুষের ভেতরে মুখোশ
কিছু মুখোশের ভেতর মানুষ
অ-মানুষগুলো কোথায় থেকে
আদৌ কি কোন মানুষ আছে?


জীবনগুলো খুব বিবর্ণ, ম্রিয়মাণ
মুখোশের রঙেরচ্ছটায় উজ্জীবিত
প্রাণোচ্ছল , সম্ভাবনা উদীয়মান
অসীমতার আহ্বানে ধাবমান ।


মুখোশ মানুষকে ছাড়িয়ে যায়
কুট কৌশলের অভিনবতায়
জেনেটিক কোড পরিবর্তনে
মানুষের প্রতিনিধিত্ব হারায় ।


জাদুঘরে থাকবে মানুষ
জীবনের রাজপথে
দাপিয়ে বেড়াবে মুখোশ
তখনো কি ঈশ্বর থাকবে নিশ্চুপ?


কক্সবাজার
জানুয়ারি ২৫, ২০১৯