মুখোশের আড়ালে থাকা
মুখগুলো দেখা হয়নি কোনদিন
আজ ও দেখা হবে না
মুখোশ আসে, মুখোশ যায়
মুখোশের সমাপ্তির কুল না পায়


নুতন মুখোশ
ভিন্ন নামে, ভিন্ন রূপে
মুখোশের আড়ালে আদর্শের বুলি চলে
মুখোশ খুলে গেলে
ভয়ার্ত মানুষ দৌড়ে পালায়, গুলি এলো বলে


কুসংস্কারের আঁচড় কাটা দেহে
ধর্মান্ধতা ভর করে
কঙ্কালসার মানুষগুলো
বিশ্বাসে, বিশ্বাসে অপেক্ষায় মরে
মুখোশগুলো নুতন চাল চালে ঘরে ঘরে


স্বপ্নের মুখোশ
মুখোশের স্বপ্ন
বিপরীত অবস্থান আজন্ম
অপেক্ষাগুলো হাটে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম
এখানে ঈশ্বর থাকে না, প্রতিমা ভিন্ন


মিরপর, ঢাকা
সেপ্টেম্বর ২২, ২০১৯