সময়ের শান বাঁধানো ঘাটে
জীবনের পর্বগুলো থরে থরে সাজানো চিত্রপটে
নিশ্চিন্তে গায়ে গায়ে লেপটে থাকে
আবার চোখের পলকে সমাপ্তি ঘটে


শৈশব আদরে শাসনে কাটে
কৈশোরে দুরন্তপনা ঘাটে ঘাটে
অন্যরা সহ্য সীমার মধ্যেই রাখে
ব্যতিক্রম কিছু শ্রেনিবিন্যস্ত সমাজে থাকে


যৌবনে সংগ্রামে উদ্দিপনায় এগিয়ে চলা
প্রতিযোগী মনোভাবে সবকিছুকেই ‘না’ বলা
স্বপ্নে বিভোর নিজেকে হারিয়ে ফেলা
নানাভাবে চলে জীবনকে নিয়ে পরীক্ষার খেলা


মধ্য যৌবনে যুগল সময় আর কাজ
বেখেয়ালি আকর্ষণে হয়তো কিছু অ-কাজ
যৌবনের দম্ভে থাকে না কোন লাজ
কর্ষণে বর্ষণে প্রাপ্তি প্রত্যাশার ফলজ


যুগল জীবনের শুরুতে স্বপ্নের ঘুড়ি
সক্ষমতার ভিত্তিতে আকাশে উড়ি
নয়ত নানামুখি চাপে চিড়ে চ্যাপ্টা মুড়ি
ঘুরে দাঁড়াবার সংকল্পে আবার দেখা ঘড়ি


পড়ন্ত যৌবনে হিসেব মেলাবার পালা
সামনে পেছনের সব খাতা খোলা
অপেক্ষায় থাকে প্রবীণ জীবনে প্রায়শ্চিত্তের ডালা
কিংবা উপভোগের সর্বশেষ মালা


মুখস্ত জীবনে নান্দনিকতা কম থাকে
অনিশ্চয়তা নেই প্রতি বাঁকে
ছন্দহীন স্তরায়িত জীবন সাজানো প্রতি তাকে
সুখ দুঃখের মিশ্র অনুভূতিতে ভরপুর জীবন, বলে যাকে


কক্সবাজার
অক্টোবর ৩১, ২০১৮