না বোধক সংকেতে
সচলতার ধ্যান ভঙ্গ হয়
লাভ কি তাকিয়ে দেখে
কৃষ্ণচূড়ার রক্ত লাল রঙ গাঁয়ে মেখে


ইতিহাসের পুনরাবৃত্তি নিমিষেই
পাল্টে দেয়া যেত
ঝিনুকের খোসলের মত
লুকিয়ে থেকে অন্তরাত্মাকে দেখতে না হত


বিব্রত সময়গুলো জমে বরফ হয়
বাস্প হবার কথা ছিল
শৈথিল্য ভুলে উৎসবে যাবার
আকাঙ্ক্ষাগুলো তবে কঙ্কাল কেন হল


ঝুলন্ত অসহায়ত্ব গুমড়ে মরে
শ্রমের ঘাম নিসঃতায় ঝড়ে
সুর্যের নাভিকাটা আর্তনাদ মিলিয়ে যায়
দিগন্তের অচেনা রেখায় বারে বারে


জানুয়ারী ১৬, ২০২১
মিরপুর, ঢাকা