ঈশ্বরের ও নাকি ঈশ্বর আছে
অনেকেই ভাবছে এসব মিছে
নির্ভাবনায় যা ইচ্ছে তাই করছে
শুধু নাকের উপর কপালের ঘাম মুছে দিচ্ছে।


বাবা, দাদা, পর-দাদা এভাবেই চলছে
সব ভুলে কেউ কেউ
নিজের থেকে গননা শুরু করছে
নির্ভাবনায় যা ইচ্ছে তাই করে যাচ্ছে।


গেঞ্জির আবার বুক পকেট !!
তাচ্ছিল্যের সুরে বলছে
লেজ নাই কুকুরের বাঘা নাম, ভাবছে
নির্ভাবনায় যা ইচ্ছে তাই করছে ।


ছাই ফেলতে ভাঙ্গা কুলার প্রয়োজন
আচার আচরণে প্রতিনিয়তই এমন আয়োজন
নির্ভাবনায় যা ইচ্ছে তাই করছে
এর বেশী ভাবনা নিষ্প্রয়োজন ।


ভাবনার সত্যতা, অসত্যতা কিংবা মিথ্যা
সবই অযথা
প্রকৃতির স্থিরতা, অস্থিরতা কিংবা আগ্রাসী আচরণ
মানুষের সাধ্য কি, সেখানে অবাধ বিচরণ !!


অক্টোবর ০৭, ২০১৮
কক্সবাজার