প্রায় দুমাস হল আসরে আছি, কবিতা লিখছি, চেষ্টা করছি, আরও ভাল কবিতা লিখতে।


গত দুমাস পাগলের মত কবিতা পড়েছি, বুঝে কিংবা না বুঝে মন্তব্য করেছি, সবচেয়ে বেশী  পড়েছি আলোচনার পাতা। এবার নিজেকে আরও পরিশীলিত করার তাগিদ অনুভব করছি।


ভাবছি, প্রতিদিন এত কবিতা পড়তে পারবো না, দরকারও নেই।  হাতে গোণা  কয়েকটি কবিতা (২০-২৫)পড়বো, বুঝতে চেষ্টা করবো আরও বেশী।  কবিতার উপর মন্তব্য লিখবো অনেকটা মিনি আলোচনার মত, মন্তব্যের প্রতি উত্তরে গতানুগতিক কিছু একটা না লিখে, মন্তব্যটুকু কতটুকু বুঝলাম, সেটাও লিখবো।


কবিতার মন্তব্য, মন্তব্যের প্রতি উত্তর, আলোচনার পাতায় মন্তব্য… সবটাই মিনি আলোচনা হবে। নিজের লেখার মান, বোঝার  ক্ষমতা আরও বাড়ানো দরকার। শুধু শুধু অসংখ্য কবিতা পড়া কিংবা  কিছু একটা লিখে মন্তব্যের পাতা ভারী করার কোন মানে নেই।


আজ থেকে শুরু করেছি, আগামী ৩-৪ মাস অব্যহত থাক, তারপর একদিন সাহস করে, কবিতার উপর আলোচনা শুরু করতে পারবো আশা করি।