নিজের ভেতরই দ্বন্দ্ব
চলতি পথে দেখা মেলে, ভালোর চেয়ে বেশি মন্দ;
ভালোর পথে, দ্বারগুলো প্রায়ই থাকে বন্ধ
নাভিশ্বাস সময়ে হারায়, স্বাভাবিক জীবনের ছন্দ।


পরিপ্রেক্ষিত বিবেচনা
প্রয়োজনের সীমানা অচেনা
নিজের ভেতরের শক্তি অজানা
মন্দের সাথে আলিঙ্গন করতে নেই মানা।


মন্দের সাথে মেলবন্ধন,
হৃদয় তোলপাড়, দহনে দহন;
তাৎক্ষনিক পাওনায় সুখ অবগাহন
চিরচেনা পথে চলে, ফেরার আয়োজন।


ভাল এর পথ, দুর্গম, উঁচু নিচু, বন্ধুর
উপভোগের কমতি গুলো নিরন্তর ভাবনার;
অসীম ভালবাসায় অনিশ্চয়তার সমাহার
ভাল থেকে মন্দের পথে যাবার, ভাবনা আরেকবার ।


লেন পরিবর্তন বারবার
অস্থির সময়, নিজের প্রতি নিজের আস্থা হারাবার;
জীবন নিয়ে পরীক্ষা আর কতবার ?
নিজের ভেতর দ্বন্দ্ব, সময় কখন, শেষ হবার ?????

জুন ২৪, ২০১৮
মিরপুর, ঢাকা