শুরুটা ছিল নির্বাসিত দ্বীপে
তোমার দম্ভ আর অহঙ্কারের মাপে;
করুণার কান্নায় ভিজেছিল ভবিষ্যৎ
এক ইঞ্চি জায়গা ছিল না তোমার বুকে।



দরোজাটা খুলে দিলে না
যেখানে অশ্রুভেজা চোখে কষাঘাত করেছিলাম;
হয়তো আর ফিরা হবে না
ভিখেরির জোরালো কণ্ঠে বলেছিলাম ।



সমুদ্র পাড়ি দিতে দিতে
বেঁচে থাকার আকুতি জানিয়েছিলাম;
তোমার বাড়িয়ে দেয়া হাত ধরে
সে যাত্রায় রক্ষা পেয়েছিলাম।



একটু মানবিক আচরণের
অপেক্ষায় ছিলাম;
তোমার ক্রোধ মেশানো কণ্ঠে, হোঁচট খেয়ে
শুন্য হাতে ফিরে এলাম।



খোলা আকাশের নীচে
নিচ্ছিদ্র ঘর বেধেছিলাম;
নিকষ কালো রাতের নিস্তব্ধায়
বুটের আঘাতে নির্ঘুম রাত কাটিয়েছিলাম।



বিনীত অনুরোধে
তোমার সাথে একবার দেখা করতে চেয়েছিলাম;
একক সত্ত্বার অহংকারে
নাকচ করা প্রার্থনা নিয়ে ফিরে এসেছিলাম।



দ্বারে দ্বারে ঘুরে
ক্লান্ত শরীর ও মনে ফিরেছিলাম;
অবশেষে তোমার এক চিমটে দয়ায়
জেগে উঠার সুযোগ পেয়েছিলাম।

সুখের প্রতিক্রিয়ায়
আগমন বার্তার পায়রা উড়েছিল;
প্রথম চিৎকারে অনিচ্ছা জানান দিয়েছিল
জঞ্জাল বাড়ানোর করুণাধারা এসেছিল।



উপহাসে, উপেক্ষায়, অন্যায়ে, অপমানে
চলৎশক্তি হারিয়ে যায়;
অবিরাম সঙ্গী রাখার প্রত্যয়ে
জীবনীশক্তি ক্রমশই ফিরে পায়।


১০
পরাজিত মন, নিঃশেষিত প্রান
ঝটিকা, স্বল্প মাত্রার ইন্ধন;
নিজ হাতে মুছে ফেলা লবণাক্ত ক্রন্দন
করুণাধারার শ্রেষ্ঠ নিদর্শন ।


সেপ্টেম্বর ২১, ২০১৮
কক্সবাজার