কবিদের যেমন
নির্বাচিত কবিতা কিংবা
কবিতা সমগ্র প্রকাশিত হয়
প্রবন্ধকারদের
নির্বাচিত প্রবন্ধ কিংবা প্রবন্ধ সমগ্র
ছোট গল্প সমগ্র
উপন্যাস সমগ্র


আমারও তেমনি
কিছু নির্বাচিত ভুল এবং
পুরো জীবনের ভুলের সমগ্র আছে
কিন্তু প্রকাশিত হয়নি
প্রকাশিত হবেও না


কিছু শিক্ষা বই পড়ে হয় না
স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকেও
শেখা যায় না
জীবন থেকেও সব সময় শেখা হয় না
এক জীবনের বিনিময়ে শেখা হয়


কিন্তু মানবজীবনের
চিরন্তন সত্য হলো
জীবনের বিনিময়ে শেখাঁ
অন্য কেউ কাজেও লাগাতে পারে না
একই ভুল সে আবার করে


কিছু ভুল
এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে
প্রবাহিত হয় নীরব ঘাতর রূপে


আমার নির্বাচিত ভুলগুলো
ডায়েরী সাহিত্যে প্রকাশিত থাকবে
অপ্রত্যাশিত ভাবে
যদি কেউ কাজে লাগাতে পারে


মার্চ ১৫, ২০২২
মিরপুর, ঢাকা
দুপুর ১টা