সময় এগিয়ে চলে
আমারও বয়স বাড়ে
কেবল তোমার প্রশ্নে
পঁচিশ বছর আগের সময়ে স্থির থাকি।


ইদানিং একটু একটু ঝাপসা দেখি
সব কিছুই মনে হয় মেকি
এখানে সেখানে চলাফেরায় থাকে ঝুঁকি
তোমার প্রশ্নে, এখনও টগবগে যৌবনের স্বপ্ন আঁকি ।


দূরত্বের সীমানায়
শারীরিক উত্তাপের আঙ্গিনায়
হারানো সময় প্রান্তিক কিনারায়
তোমার প্রশ্নে, পঁচিশ বছর আগের আমি, একই ঠিকানায় ।


ভাঁজ পরা দেহে ক্লান্তি
ভর করে নীরবে
মলিন স্মৃতিতে ফেরা হয় না শৈশবে
তোমার প্রশ্নে, এখনও জীবন্ত, হাতে হাত রাখা সময় কেটেছে নীরবে ।


দূরে থাকা, ব্যস্ত থাকা
ভুলে থাকা, সময়ের দাবী
তোমার প্রশ্নে, প্রতিদিন হৃদয়ের তাপে রাখা
পঁচিশ বছর ধরে ক্লান্তিহীন সুখের হবি।


কক্সবাজার
অক্টোবর ২৩, ২০১৮