নির্জনতায় ধৌত পথের রেখায়
পড়ে আছে একটি সজীব চিনহ
এক জোড়া ভেজা চোখ
শামুকের খোলসের মতই আটকে আছে
গভীরতার বিষন্নতায়


নির্বাক মেঘের মতোই
চোখ মেলে তাকিয়ে দেখি
হৃদয়ের মলিন উদ্দ্যানের সুখের শ্রাবন
ভায়োলিনের সুরে তখনো মহাময়ী প্রেম
ঠোটে জীবিত উষ্ণতা


বিদগ্ধ স্বপ্ন নিয়ে, যেন বা
অচেনা নগরীর পথ ধরে
হেটে যাচ্ছিলাম
ছিমছাম অন্ধকারে
দিগন্ত ছেড়ে অনেক দূর দিগন্তে


যুদ্ধাহত সিপাহীর মতো
সবটুকু বিলিয়ে দিবো
পাষানের বুক পোড়ার চিতায়
ছুঁয়ে দিবো কুয়াশার শীতল স্পর্শ
মনোদেহে ক্ষত নিয়ে দাঁড়িয়ে থাকবো নিশ্চল


তখনো বিদগ্ধ স্বপ্ন হবে
চিরন্তন এক প্রেম স্থাপত্য শিল্পে


অক্টোবর ০৩, ২০২১
বাগেরহাট
রাত ১২টা