কখনো কান্নার অশ্রু
কখনো নিঃশ্বাসে দীর্ঘশ্বাস
কখনো ঘৃণার তপ্ত বায়ু
কখনো বা কবিতা ।


সব সময়ই
কিছু না কিছু নির্গত হয়
সব সময়ই কিছু না কিছু
বেদনার নীল হয় ।


বুকের ক্ষত চিহ্নের
ফুটো দিয়ে ঈশ্বর মিটমিট করে তাকান
অপেক্ষার মুলো ঝুলিয়ে
দম্ভের হাসি হাসেন ।


চোখ দুটো যেন
বসবাস করা পাশাপাশি প্রতিবেশী
একে অপরের সাথে অহেতুক বাক্য বিনিময়
ভেতরে বিশাল গোপনীয়তা উঁকিঝুঁকি দেয়।


কান দুটো যেন ক্যান ওপেনার
টেবিলে সারি সারি বিয়ার
অস্পষ্ট শব্দের আড়ালে
নারী কণ্ঠ ভেসে আসে।


দুজন দক্ষ আমলা
আলমারিতে থরে থরে সাজানো তথ্য
মানুষের হাহাকার, আকাশবাণী বার্তা
নিশ্চুপ ঈশ্বর ।


সেপ্টেম্বর ০৮, ২০১৮
কক্সবাজার